নাটোরে চলনবিলের বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ প্রতিমন্ত্রী পলক । আজ শুক্রবার বিকেলে পৌরসভার গাইনপাড়া ও পরানহাটি এলাকায় বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ করেন। ত্রাণ বিতরণকালে প্রতিমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার সব সময় অসহায় মানুষের পাশে আছে। করোনা সংক্রমণকালের মানবিক সহায়তার পাশাপাশি বন্যা মোকাবেলায় কাজ করছে সরকার। বন্যা প্লাবিত এলাকাগুলোতে খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র।
এসব আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া পরিবার বন্যা পানি নেমে না যাওয়া পর্যন্ত থাকবেন। তাদের জন্যে প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কেউ না খেয়ে থাকবেনা, বিনা চিকিৎসায় কষ্ট পাবেনা। বন্যার পানি নেমে যাওয়ার পর সরকার পূনর্বাসন কার্যক্রম শুরু করবে। এই লক্ষ্যে বর্তমানে কৃষি ও মৎস্যের ক্ষয়ক্ষতি জরিপ করা হচ্ছে। ক্ষতিগ্রস্থ গৃহ নির্মাণেও সরকার সহায়তা প্রদান করবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি নাটোর ইউনিটের ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান , সাধারণ সম্পাদক জালাল উদ্দিন।
এরআগে প্রতিমন্ত্রী চলনবিল মহিলা ডিগ্রি কলেজ বন্যা আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরণ করেন।
উল্লেখ্য, সিংড়া পয়েন্টে আত্রাই নদীর পানি বিপদসীমার ৮৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।