পারিবারিক কলোহের জেরে নাটোর শহরের হরিজন কলোনীতে শ্যালকের মারপিটে দুলাভাই রাজন জমাদারের মৃত্যু হয়েছে। আজ রবিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের চৌকিপাড়ার হরিজন কলোনীতে এই ঘটনাটি ঘটে। রাজন জমাদার হরিজন কলোনীর মোহন জমাদারের ছেলে। এ ঘটনায় চন্দন নামে এক শ্যালককে আটক করেছে ডিবি পুলিশ। ঘটনার পর থেকে রঞ্জন নামে অপর শ্যালক পলাতক রয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল মতিন ও স্থানীয়রা জানান, পারিবারিক কলোহের জের ধরে সন্ধ্যার দিকে রাজন জমাদারের সাথে তার শ্যালক রঞ্জন ও চন্দনের ঝগড়া বাধে। ঝগড়ার এক পর্যায়ে দুই শ্যালক মিলে রাজনকে মারপিট শুরু করে। এতে রাজন জখম হয়ে মাটিতে পড়ে গেলে চন্দন ও রঞ্জন তাকে তুলে নিয়ে ধাক্কা দিলে ঘরের দেওয়ালের সাথে তার মাথা আঘাত লাগে। এতে রাজনের মাথায় রক্তাক্ত জখম হয়। এ সময় তার আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আহত অবস্থায় রাজনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে রাজনের মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় ডিবি পুলিশ নিহত রাজনের এক শ্যালক চন্দনকে আটক করেছে এবং অপর শ্যালক রঞ্জনকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।