নাটোরে কিষোয়ান কোম্পানীর একটি গোডাউনে ৫০ মণ মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী নতুন করে প্যাকেটজাত করার চেষ্টার অভিযোগে জাকারিয়া নামের একজনকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জাকারিয়া ওই প্রতিষ্ঠানের সুপার ভাইজারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। আজ সোমবার দুপুরে সদর উপজেলার চাঁদপুর এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।
নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল হাসান জানান, নাটোরের কিষোয়ান কারখানার লাচ্চা বিভাগের সুপার ভাইজার জাকারিয়া প্রায় ৫০ মণ মেয়াদ উত্তীর্ণ বিস্কুট, লাচ্চা, নুডুলস সহ বিভিন্ন খাদ্য সামগ্রী গুদামজাত করেন। গোয়েন্দা পুলিশের এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানকালে ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রথমে মালগুলো জব্দ করা হয়।
এসময় জিজ্ঞাসাবাদে জাকারিয়া জানায় মেয়াদ উত্তীর্ণ ওই সামগ্রীগুলো নতুন প্যাকেট করে বাজারজাত করার উদ্যেশ্যে গুদামজাত করেছিল। পরে সুপার ভাইজার জাকারিয়ার ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত খাদ্য সামগ্রীগুলো ধ্বংস করা হয়। এ বিষয়ে কিশোষান নাটোর কারখানার এজিএম (এডমিন) আহসান হাবিব জানান, ঘটনাটি জানার পর তারা অফিসিয়ালী তদন্ত শুরু করছেন। তদন্ত শেষে জাকারিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।