নাটোর প্রতিনিধি:
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নাটোরের বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুমন আলীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানায়, করোনা ভাইরাসের সংকট কালীন সময়ে সাধারণ জনগণকে আইনি সেবা নিশ্চিত করতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হন সুমন আলী। করোনায় আক্রান্ত হওয়ার পর প্রথমে তিনি নাটোরে হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসা চলাকালীন সময়ে তার শ্বাস কষ্ট শুরু হলে তার অবস্থার অবনতি হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি মা, বাবা,ছোট ভাই, স্ত্রী ও এক শিশু কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস, নাটোর প্রেসক্লাবের সাধারন সম্পাদক বাপ্পী লাহিড়ী।