নাটোরের গুরুদাসপুরের বৃকাশো সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা লতিফা হেলেনের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও গ্রামবাসী। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার গোপীনাথপুর ঈদগাঁ মাঠের সামনে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত শিক্ষিকার মা মনোয়ারা বেগম,মেয়ে মিতু খাতুন,এলাকাবাসী, ওহায়েদ মুরাদ ,সালাউদ্দিন সহ আরো অনেকে। এ সময় বক্তারা বলেন , হত্যাকান্ডের পর মামলা দায়ের করা এক বছর অতিক্রান্ত হয়েছে। দীর্ঘ এক বছরেও হত্যাকারীদের বিরুদ্ধে কোন চার্জশীট প্রদান করেনি পুলিশ। অভিযুক্তদের মধ্যে একজন গ্রেফতার হলেও আদালত থেকে জামিনে মুক্ত হয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করছে। কিন্তু অন্য আসামীদের পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি। তারা হত্যাকান্ডের সাথে জড়িত সকলের গ্রেফতার ও সঠিক বিচারের আশা করেন।
উল্লেখ্য, গত বছরের ২৩ জুলাই গুরুদাসপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের স্কুল শিক্ষিকা লতিফা হেলেনাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে নিহতের স্বামী মমিনুল ইসলাম সহ তিনজনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন।