নাটোরে অনুমোদনহীন হেয়ার টনিক উৎপাদন ও বাজারজাত করার অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযানে কারখানা মালিক নুরুজ্জামান খোকনের ২ লাখ টাকা জরিমানা ও কারাখানা সিলগালা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নাটোর সদর উপজেলার উলিপুর গ্রামের মৃত নবী নেওয়াজের ছেলে নুরুজ্জামান খোকনের কারখানায় এই অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের বিচারক নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিচারক আবু হাসান। এ সময় নাটোর সদর থানার পুলিশ ও নাটোর সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ রাজেশ সাহা।
ভ্রাম্যমান আদালতের বিচারক নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিচারক আবু হাসান জানান, নাটোর সদর উপজেলার উলিপুর আমহাটি গ্রামের মৃত নবী নেওয়াজের ছেলে নুরুজ্জামান খোকন ২০০৮ সাল থেকে অনুমোদনহীন নির্ভর হেয়ার টনিক তৈরি করে বাজারজাত করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় অভিযান চালানো হয়। অভিযানকালে কারখানার মালিক প্রতিষ্ঠানের ওষধ প্রশাসন,আয়ুর্বেদিক,হার্বাল,হোমিও বা বিএসটিআই এর কোন বৈধ কাগজ পত্র দেখাতে পারেনি। অথচ টনিকরে গায়ে লেখা রয়েছে এটি ব্যবহারে মাথায় নতুন চুল গজায়। এই হেয়ার টনিকটি ভেষজ বলা হলেও আসলে ব্যবহার করা হচ্ছে নানা ধরণের ক্ষতিকর ক্যামিকেলক্যালসিয়াম কার্বোনেট,ক্যালসিয়াম ফসফেট,টিংচার সহ আরো বিভিন্ন ক্যামিকেল। যা চুলের জন্য অত্যান্ত ক্ষতিকর। একারণে আলামত এবং তথ্যাদি যাচাই বাছাই করে ১৯৪০ সালের ড্রাগ আইনে নুরুজ্জামান খোকনের ২ লাখ টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করা হয়েছে। এছাড়াও শহরের চকরামপুর এলাকার তার বিপনন কেন্দ্র নির্ভর হার্ট কেয়ার সেন্টারের মালামাল জব্দ করা হয়েছে।