নিজস্ব প্রতিবেদক
নাটোরের সাহিত্যিক ও কবি অধ্যাপক সুকুমার ভৌমিক গুরুতর অসুস্থ হয়ে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি দূরারোগ্য ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত রয়েছেন দীর্ঘদিন ধরেই। তিনি অসুস্থ্য হওয়ার পর থেকেই রাজধানীর একটি হাসপাতালে তার নিয়মিত কেমো থেরাপি চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
রাজধানী থেকে কেমো থেরাপির চিকিৎসা শেষে নাটোরে তার নিজ বাসায় থাকাকালীন সময়ে কেমো’র পার্শ্বপ্রতিক্রিয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার নিয়মিত চিকিৎসা দেওয়া সহ শরীরে রক্ত দেয়া হচ্ছে এবং চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। নাটোর সদর হাসপাতালে চিকিৎসা নেওয়া শেষে শারীরিক অবস্থার উন্নতি হলে দু’এক দিনের মধ্যে তাকে বাসায় নিয়ে যাওয়া হবে বলে জানান পরিবারের সদস্যরা।
নাটোর সদর হাসপাতালের আবাশিক চিকিৎসক মাহাবুবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্তমানে রোগীর শারিরিক অবস্থা শংকামুক্ত রয়েছে। তবে এমন পরিস্থিতিতে সঠিক করে কোন সিদ্ধান্ত দেওয়া সম্ভব হয়না। তারা নিবিড় পর্যবেক্ষনে রেখেছেন।
প্রবাসে বসবাসরত সুকুমার ভৌমিকের বড় মেয়ে স্বাতী ভৌমিক তার বাবার সুস্থ্যতার জন্য সোসাল মিডিয়া ফেসবুকে সকলের কাছে প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন। এ সময় তিনি তার বাবার জন্য প্রয়োজনীয় রক্ত রক্তদাতাদের দেওয়ার জন্য অনুরোধ করেছেন।
সুকুমার ভৌমিকের ছেলে রাজশাহী কলেজের সহযোগী অধ্যাপক শংকু ভৌমিক তার বাবার সুস্থ্যতার জন্য সকলকে দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন।
অধ্যাপক সুকুমার ভৌমিকের আশু রোগমুক্তি কামনা করেছেন নাটোরের সুধী সমাজ।