ডেস্ক নিউজ
আওয়ামী লীগের জনসভায় ২১শে আগস্ট গ্রেনেড হামলা কোনো দুর্ঘটনা নয়। এটি পরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাস বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল শনিবার বিকেলে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ২১শে আগস্ট গ্রেনেড হামলা দিবসের স্মরণে ছাত্রলীগ আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ওবায়দুল কাদের। তিনি তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মরণ সভায় যুক্ত হন।