নাটোরে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের শ্রী শ্রী রাধা বল্লভ জিউর মন্দির প্রাঙ্গণে এই উপলক্ষে আলোচনা সভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট প্রসাদ তালুকদার বাচ্চার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর কুন্ডু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী। পরে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্ট এবং একুশে আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা অনুষ্ঠিত হয়।