নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় পারিবারিক বিরোধের জেরে মেয়ে মিরা বেগমের লাঠির আঘাতে পিতা আওয়ামীলীগ নেতা আব্দুস সাত্তারের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আঁচলকোট গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আব্দুস সাত্তার হাতিয়ান্দহ ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ছিলেন। এ ঘটনায় নিহতের মেয়ে মিরা বেগমকে আটক করেছে পুলিশ।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর-এ-আলম সিদ্দিকী ও হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল আলম জানায়, আব্দুস সাত্তারের মেয়ে মিরা বেগমের বিয়ের কয়েক বছর পর তার স্বামীর সাথে তালাক হয়। এরপর থেকে মিরা বেগম তারা বাবা আব্দুস সাত্তারের বাড়ীতেই বসবাস করনে। কিছু দিন ধরেই মিরা বেগম তারা বাবার সাথে জমি লিখে দেওয়া নিয়ে ঝগড়া বিবাদ করে আসছিল। আজ দুপুরেও মিরা বেগম খাওয়া দাওয়া শেষে তারা বাবাকে জমি লিখে দেওয়ার জন্য চাপ দেয়। কিন্তু আব্দুস সাত্তার জমি লিখে দিতে অস্বীকার করেন। এসময় তাদের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে মিরা বেগম ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে আব্দুস সাত্তারকে ঘারে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিরা বেগমকে আটক করে এবং মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।