আলোচনা সভা ও পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে নাটোরে বিএনপির প্রতিষ্ঠা ৪২ তম বার্ষির্কী পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক সহ সভাপতি শহিদুল ইসলাম বাচ্চুসাবেক সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহিন। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপ মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
এ সময় বক্তারা বলেন, দলকে সুসংগঠিত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সকলরে প্রতি আহব্বান জানান। বর্তমান সরকার বিএনপিকে দমিয়ে রাখার জন্য দলীয় নেতা কর্মিদের মামলা দিয়ে হয়রানী করছে। দলীয় কর্মসুচি পালনে সরকারের পুলিশ বাহিনী দিয়ে বাঁধা সৃষ্টি করছে। কোন ধরনের কর্মসুচি পালন করতে দিচ্ছেনা। সেজন্য দলীয় নেতা-কর্মিদের এক হয়ে সকল বাঁধা উপেক্ষা করতে রাজপথে থাকার আহব্বান জানান।