নিউজ ডেস্ক:
ভারত ও নিউজিল্যান্ডের মধ্যেকার দ্বাদশ বিশ্বকাপেরে ১৮তম ম্যাচটি অদৌ হবে কি না, তা নিয়েও তৈরি হয়েছিল সংশয়। অবশেষে সেই শঙ্কাই সত্যি হলো। বৃষ্টির কারণে পণ্ড হলো এখনও পর্যন্ত অপরাজিত থাকা দুই দেশের ম্যাচটি। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হলো কেন উইলিয়ামসন আর বিরাট কোহালিদের।
এবারের বিশ্বকাপের প্রায় ম্যাচেই হানা দিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (১৩ জুন) বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় ট্রেন্ট ব্রিজে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত ও নিউজিল্যান্ডের। কিন্তু ম্যাচ শুরু তো দূরের কথা। টসই হয়নি। কোনো দলই একাদশ ঘোষণা করেনি। বেশ কয়েকবার মাঠ পরিদর্শন করেও ইতিবাচক কিছু জানাতে পারেননি আম্পায়াররা।
অবশেষে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। ফলে ভারত-নিউজিল্যান্ড দুই দলকে পয়েন্ট ভাগাভাগিই করতে হচ্ছে, ১ পয়েন্ট করে পেয়েছে দুই দল।
বর্তমানে ৪ ম্যাচে ৩ জয় নিয়ে ৭ পয়েন্ট নিউজিল্যান্ডের। তারা আছে পয়েন্ট তালিকার এক নাম্বারে। ৩ ম্যাচে ভারতের জয় ২টি, তাদের পয়েন্ট এখন ৫। নিউজিল্যান্ড শীর্ষে থাকলেও ভারত তালিকায় তৃতীয় স্থানে উঠে এল।
এবারের বিশ্বকাপ ক্রিকেট যেন পরিনত হয়েছে ‘বৃষ্টি কাপে’। এরইমধ্যে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ার নতুন রেকর্ড হয়েছে। ইতিপুর্বে বিশ্বকাপ ক্রিকেটে সর্বোচ্চ দুইবার ম্যাচ পরিত্যক্ত হওয়ার রেকর্ড ছিল। দ্বাদশ আসরে সেটি ভেঙে নতুন রেকর্ড গড়ে দিল বৃষ্টি। এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া ১৮টি ম্যাচের মধ্যে চারটি ম্যাচই বৃষ্টির কারণে পরিত্যক্ত হলো।
এর আগে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় তিনটি ম্যাচ। ব্রিস্টলে ৭ জন পাকিস্তান-শ্রীলঙ্কা ও ১১ জুন বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি। ১০ জুন সাউদ্যাম্পটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ২ উইকেটে ২৯ রান তুলতেই বৃষ্টি বাগড়া দিয়ে বসে।
বিশ্বকাপে এখনো অজেয় নিউজিল্যান্ড। তিন ম্যাচ খেলে তিনটিতেই জয়ের দেখা পেয়েছে কিউইরা। শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে টানা জয় নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে এখন অধিনায়ক কেন উইলিয়ামসনের দল। অন্যদিকে ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ আসরে ভারতও এখনো পর্যন্ত হার মানেনি। অবশ্য ব্ল্যাক ক্যাপদের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে তারা। দুই ম্যাচের দুটি জিতে তৃতীয় স্থানে রয়েছে অধিনায়ক বিরাট কোহলির দল। দক্ষিণ আফ্রিকার পর তারা ধরাশায়ী করেছে অস্ট্রেলিয়াকে।