ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলের সেঞ্চুরি। পর্তুগালের জার্সিতে সুইডেনের বিপক্ষে গোল করেই ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে আন্তর্জাতিক মঞ্চে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রোনাল্ডোর সামনে এখন কেবল ইরানের আলি দাই(১০৯ গোল)।
৯৯ গোল করে রেখেছিলেন আগেই। তারপর করোনা মহামারীতে আন্তর্জাতিক ফুটবল স্থগিত হয়ে যায়। নেশনস লীগের মধ্য দিয়ে ফিরে আসে ফুটবল। প্রথম ম্যাচে প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৪-১ ব্যবধানে বড় জয় পায় পর্তুগাল। কিন্তু ওই ম্যাচে উপস্থিত ছিলেন না পর্তুগীজ সেনসেশন। পায়ের ইনফেকশনের কারণে স্কোয়াডে জায়গা হয়নি তাঁর। কিন্তু সুইডেনের বিপক্ষে মাঠে নেমেই কীর্তি রচনা করলেন সিআর সেভেন।
প্রথমার্ধের একদম শেষে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সুইডেনের গুস্তাভ এসভেনসন। এর ফলে ফ্রি কিক পায় পর্তুগাল। ডি বক্সের অনেকটা বাইরে থেকে রকেট গতির ফ্রি-কিকে বল সুইডেনের জালে জড়ান পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী পর্তুগীজ। সেইসঙ্গে দ্বিতীয় ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে গোলের সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।প্রথমার্ধের শেষে পর্তুগাল ১-০ সুইডেন।
ভক্তদের এখন শুধু অপেক্ষা আরও ১০ গোলের। এই উয়েফা নেশন্স লিগেই যদি গুনে গুনে ১০টি গোল করে ফেলেন রোনালদো! সেই আশায় ভক্তরা। তাহলে এককভাবে আন্তর্জাতিক ম্যাচের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটিও দখলে নেবেন তিনি।