আমিরাতের পর এবার ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তিতে যাচ্ছে বাহরাইন।দ্বিতীয় আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে শান্তি চুক্তি করতে যাচ্ছে বাহরাইন।
সংযুক্ত আরব আমিরাতের পর দ্বিতীয় আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে শান্তি চুক্তি করতে যাচ্ছে বাহরাইন। এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আরব আমিরাতের সঙ্গে শান্তি চুক্তির এক মাসের মাথায় বাহরাইন ও ইসরায়েলে সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে বলে টুইট করেছেন তিনি। গত কয়েক দশক ধরে ফিলিস্তিন ইস্যুতে আরব রাষ্ট্রগুলো ইসরায়েলকে বয়কট করে আসছিল। তবে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় গত মাসে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করে আরব আমিরাত। দুই দেশের মধ্যে শুরু হয়েছে বিমান চলাচলও।
এদিকে এই চুক্তির ফলে শান্তির নতুন যুগের সূচনা হবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার পরিকল্পনা উপস্থাপন করেছিলেন।