ইন্দো-প্যাসিফিক ভিশনের আওতায় বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। দক্ষিণ এশিয়াবিষয়ক ডেপুটি এ্যাসিস্টেন্ট সেক্রেটারি লরা স্টোন এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে এক ওয়েবিনারে তিনি বলেন, ‘বাংলাদেশ ছোট কোন দেশ নয় এবং দেশটির প্রচুর সম্ভাবনা রয়েছে। আমরা বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে চাই।’ খবর বাংলানিউজের।
স্টোন বলেন, ‘বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে চায় যুক্তরাষ্ট্র।’ চীনকে আটকানোর জন্য ইন্দো-প্যাসিফিক ভিশন তৈরি করা হয়নি দাবি করে স্টোন বলেন, ‘এখানে যে কোন দেশ যোগ দিতে পারে।’ বাংলাদেশের পাশে বড় দেশ ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ‘আমরা ভারতের সঙ্গে এমনভাবে সম্পর্ক রাখি না যাতে করে অন্য দেশকে বাদ দিতে হয় বা সমস্যায় পড়তে হয়।’ রোহিঙ্গা সমস্যায় বাংলাদেশের পাশে আছে যুক্তরাষ্ট্র জানিয়ে তিনি বলেন, ‘আমরা এই সমস্যার দীর্ঘস্থায়ী সমাধানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এর জন্য মিয়ানমারকে চাপ দিয়ে যাব।’ বিভিন্ন দেশের সঙ্গে অবরোধসহ বিভিন্ন শাস্তিমূলক বিষয় নিয়ে তার দেশ কাজ করছে জানিয়ে স্টোন বলেন, ‘নিজেদের ভূমিতে ফেরত যাওয়াটা রোহিঙ্গাদের অধিকার।’ বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের উপ-প্রধান জোএ্যান ওয়াগনার বলেন, ‘বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে পৃথিবীর অষ্টম বৃহত্তম দেশ এবং যুক্তরাষ্ট্র এটিকে গুরুত্ব দেয়া শুরু করেছে।’ তিনি বলেন, ‘অন্য অনেক সহকর্মীর মতো আমিও বাংলাদেশে আসার জন্য তদ্বির করেছি। আমরা এখানে বিভিন্ন প্রকল্পে কাজ করছি এবং করতে চাই।’