ভারতের পেঁয়াজ রপ্তানী বন্ধের ঘোষণায় সারাদেশের মত নাটোরের বাজারগুলোতেও পেঁয়াজের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। আর এতে টালমাটাল অবস্থা সাধারণ ক্রেতাদের। গত ১০ দিনে নাটোরের বাজারগুলোতে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে কেজি প্রতি ৫০ টাকা। গত ১০ দিন আগে নাটোরের বাজারগুলোতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০ টাকা দরে। এর পরে ভারতের পেঁয়াজ রপ্তানী বন্ধের ঘোষণায় হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধি পেতে পেতে বুধবারে প্রতি কেজী বিক্রি হয়েছে ৯০ টাকায়। এ অবস্থায় ক্রেতারা বিপাকে পড়েছে। নানা কারণে প্রতি বছর পেঁয়াজের দাম বৃদ্ধি পায়। তবে তা’ থাকে সহনীয় পর্যায়ে। এবারে প্রকিকুল আবহাওয়ার কারণে কৃষক সময়মত তাদের পেঁয়াজ বিক্রি করতে পারেনি। ফলে সে পেঁয়াজ তারা নানা ভাবে সংরক্ষণ করেছে। এর পরেও গত ১০ দিন পূর্ব পর্যন্ত পেঁয়াজের বাজার ছিল স্থিতিশীল। খুচরা বিক্রেতারা বলছেন ভারতের পেঁয়াজ রপ্তানী বন্ধের ঘোষণার খবর প্রচারিত হওয়ার পরেই পেঁয়াজের বাজারের এই অবস্থার সৃষ্টি হয়েছে। তারা নিজেরাও বিষয়টি বুঝতে পারেননি।
শহরের গুরুত্বপূর্ণ নীচাবাজার এলাকায় ও স্টেশন বাজার এলাকায় পেঁয়াজের পাইকেরী বিক্রেতা আব্দুল হান্নান, আবুল হোসেন সহ আরো অনেকে জানান, বাজারে পেঁয়াজের আমদানী কম সেকারনে দাম অনেক বেশী হয়েছে। এছাড়াও কিছু ব্যবসায়ী গতবার পেঁয়াজ আটকে রেখে দাম বৃদ্ধি করেছিল। এবাও একই অবস্থা সৃষ্টি করছে। তবে এই দাম হয়তো বেশী দিন স্থায়ী হবেনা।
অপরদিকে খুচরা বিক্রেতা মামুন হোসেন, অশোক পাল সহ আরো অনেকে জানান, তারা বেশী দামে ক্রয় করছেন তাই বেশী দামে বিক্রি করছেন। এভাবে প্রতিদিন পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় ক্রেতাদের সাথে তাদের বাকবিতন্ডা হচ্ছে। এভাবে বিক্রি করতে তাদেরও অনেক সমস্যা হচ্ছে। এছাড়াও এখন বিক্রিও অনেকটা কমে গেছে। দাম কম থাকলে ক্রেতা বেশী থাকে দাম বৃদ্ধির কারনে এখন ক্রেতা অনেক কমে গেছে।
সধারণ ক্রেতা সাদেকুর রহমান, অচিন্ত ঘোষ জানান, তিনি দুই দিন আগে পেঁয়াজের দাম ৬৫ টাকা কেজি শুনে এক পোয়া পেঁয়াজ কিনেছেন ১৭ টাকা দিয়ে। আজ সেই পেঁয়াজ বাজারে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একই য়িাজ কিন্তু দাম বেড়ে যাচ্ছে ব্যাবসায়ীদের কাছে। প্রশাসনের নজরদারী দরকার। এভাবে দাম বৃদ্ধি হতে থাকলে ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাবে।
হোটেল ব্যবসায়ী মিন্টু ঘোষ জানান, তার হোটেল ব্যবসা রয়েছে। প্রতিদিন তার অন্তঃত চার কেজি পেঁয়াজের প্রয়োজন হয়। প্রতিদিনই বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে কিন্তু তাদের খাবারের দাম একই রয়েছে। এভাবে দাম বেড়ে যাওয়ার ফলে তাদের ব্যবসা চালানো কঠিন হয়ে পড়েছে। দ্রুত প্রশাসনের বাজার মনিটরিং করার দাবী করেন তারা। অনেক ব্যবসায়ী তাদের গোডানে পেঁয়াজ আটকে রেখে দাম বৃদ্ধি করেছে। সেই সকল গোডাউনে অভিযান চালানোর দাবী তাদের।
এদিকে পেঁয়াজের মূল্য স্থিতিশীল রাখতে গত মঙ্গলবার নাটোরে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের সভাপতিত্বে জেলা বাজার মনিটারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বুধবার দুপুরে জেলা প্রশাসকের নেতৃত্বে তারা নাটোর শহরের গুরুত্বপূর্ণ নীচাবাজার এলাকায় ও স্টেশন বাজার এলাকায় পেঁয়াজের পাইকেরী এবং খুচরা পেঁয়াজ বিপনন কার্য কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তারা ব্যবসায়ী ও ক্রেতাদের সাথে কথা বলেন। জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন নাটোওের চলতি মৌসুমে উদ্বৃত্ত পেঁয়াজ উৎপাদন হয়েছে। এছাড়া দেশে যে পরিমান পেঁয়াজ মজুদ রয়েছে তাতে অতিরিক্ত দাম কেনাবেচার মাদ্যমে সংকট সৃষ্টি করার প্রয়োজন নেই। যারা এই সংকট সৃষ্টি করবে তাদেও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জানান, জেলায় এখন পর্যন্ত ৬৫৯৯৯ মেট্রিক টন পেঁয়াজ মজুদ রয়েছে। পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ী ও ক্রেতাদের উদ্বুদ্ধকরণ এবং নিয়মিত বাজার মনিটরিং এর সিদ্ধান্ত গ্রহন করা হয়। মজুদদারীর মাধ্যমে সংকট সৃষ্টির চেষ্টা করা হলে প্রয়োজন ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা গ্রহন করবে। পেঁয়াজ সংকটের গুজব সৃস্টির বিরুদ্ধেও প্রশাসন সতর্ক দৃস্টি রাখবে বলে জানান।