নাটোর প্রতিনিধিঃ নাটোরে বিএনপির বিভিন্ন পর্যায়ের আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা বিএনপি’র আহবায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব নজরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন টগর, জেলা বিএনপি’র সদস্য খবির উদ্দিন শাহ জেলা বিএনপি’র সদস্য দেওয়ান শাহিন। সভায় ভিডিও কর্নফারেন্সের মাধ্যমে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।