অক্টোবর মাস থেকে ওমরাহ পালন করার জন্য কাবা ঘর উন্মুক্ত করছে সৌদি আরব। যথাযথ সতর্কতা মেনে ৪ অক্টোবর থেকে প্রথমে সৌদির নাগরিকরা এই সুযোগ পাবেন। আর পহেলা নভেম্বর থেকে বিদেশিরা ওমরাহ পালন করতে পারবেন। সৌদি পত্রিকা আরব নিউজ ও বার্তা সংস্থা এএফপি এই খবর দিয়েছে।
প্রথম ধাপে শুধুমাত্র সৌদির নাগরিক ও বাসিন্দারা ওমরাহ পালনের অনুমতি পাবেন। সাধারণত প্রতিদিন ২০ হাজার মানুষ ওমরাহ করতে পারেন। শুরুতে স্বাস্থ্যবিধি মেনে এর ৩০ শতাংশ অর্থাৎ ছয় হাজার নাগরিক ও বাসিন্দাদের ওমরাহ পালনের অনুমতি দেবে সৌদি আরব।
আগামী ১ নভেম্বর থেকে সৌদি আরবের বাইরে মহামারিতে ‘নিরাপদ’ হিসেবে বিবেচিত নির্দিষ্ট কয়েকটি দেশের মুসল্লিরা কাবা ঘরে প্রবেশের অনুমতি পাবেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আগামী ১ নভেম্বর থেকে প্রতিদিন ২০ হাজার হজযাত্রীকে ওমরাহ পালনের সুযোগ দেওয়া হবে।
গত বছর প্রায় এক কোটি ৯০ লাখ মানুষ ওমরাহ পালন করতে গিয়েছিলেন। এ বছর করোনা মহামারির কারণে মার্চ মাসে ওমরাহ পালনে নিষেধাজ্ঞা দিয়েছিল সৌদি আরব।
বুধবার পর্যন্ত দেশটিতে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৩৩ হাজার ৭৯৮ জন। করোনায় মারা গেছেন চার হাজার ৫৪২ জন।