রাজধানীর কারওয়ানবাজারে মঙ্গলবার সকাল থেকে সৌদি এয়ারলাইন্সের বুথের সামনে ভিসা, ইকামার মেয়াদ বাড়ানোর পাশাপাশি দ্রুত টোকেন দেয়ার দাবিতে জড়ো হয়েছেন প্রবাসীরা। সড়ক অবরোধ করে বিক্ষোভও করেন তারা। পরে পুলিশ মিছিলে বাধা ও সড়কের একপাশে সরিয়ে দেয়।
প্রবাসীরা অভিযোগ করেন, ভিসা ও ইকামার মেয়াদ বাড়ানোর বিষয়টি কেবল সরকারি ঘোষণাতেই সীমাবদ্ধ। বাস্তব চিত্র ভিন্ন হওয়ায় অনিশ্চয়তায় পড়েছে তাদের সৌদি যাত্রা ও কাজে যোগদান।
প্রবাসীরা জানান, কারওয়ানবাজারে সৌদি এয়ারলাইন্সে আজ ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৭০০ পর্যন্ত টোকেন প্রাপ্তদের টিকিট দেয়ার কথা। তবে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়াদের ফিরিয়ে দেয়া হচ্ছে।
কর্তৃপক্ষ এজেন্সির মাধ্যমে ভিসার মেয়াদ বাড়িয়ে আনার পরামর্শ দিচ্ছে। তবে কারো ভিসার মেয়াদ অটোরিনিউ হলেও অনেকের ভিসার মেয়াদ বৃদ্ধি নিয়ে সৌদি আরবে মালিকপক্ষের সাথে যোগাযোগ করতে পারছে না বলে জানিয়েছেন তারা।
এদিকে, সৌদি এয়ারলাইন্স আগামী ৪ অক্টোবর নতুন টোকেন দেয়ার কথা জানিয়েছে। আর সোমবার দেয়া হবে ১৯শ থেকে ২৩শ টোকেনধারীর টিকিট।
করোনাভাইরাসের মহামারির কারণে বিমান যোগাযোগ দীর্ঘদিন বন্ধ ছিল। ছুটিতে দেশে এসে আটকা পড়েন প্রায় দুই লাখ প্রবাসী কর্মী। তাদের মধ্যে প্রায় ৮০ হাজার সৌদিপ্রবাসী ফিরতি টিকিট নিয়ে দেশে এসেছেন। কিন্তু দেশে এসে করোনায় আটকে যান। তিন দফায় সাত মাস তাদের ভিসা ও আকামার মেয়াদ বাড়ায় সৌদি সরকার। আগামীকাল (৩০ সেপ্টেম্বর) আকামার মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও সেই মেয়াদ ২৪ দিন বাড়িয়েছে সৌদি। ভিসা ও কাজে ফেরার সময়সীমা বাড়াতে সম্মত হয়েছে রিয়াদ।