চলমান সীমান্ত সহিংসতায় আজারবাইজানের ৭৯০ জনের মৃত্যুর দাবি জানালো আর্মেনিয়া। দেশটির দাবি, ধ্বংস করা হয়েছে শতাধিক যুদ্ধযান এবং একশোর মতো ড্রোন।
মঙ্গলবার, যাবতীয় সাফল্যের তথ্য তুলে ধরে আর্মেনিয়ার সামরিক বাহিনী। জানায়- ১৩৭টি যুদ্ধযানের পাশাপাশি ৭২টি ড্রোন, ৭টি হেলিকপ্টার আর একটি বিমানও ভূপাতিত করা হয়েছে আজারবাইজানের। লড়াইয়ে আর্মেনিয়ার ক্ষয়ক্ষতির কথা জানালেও, সুর্নিদ্দিষ্ট কোন সংখ্যা প্রকাশ করেনি মুসলিম প্রতিবেশী রাষ্ট্র।
এদিকে, আজারবাইজানের পক্ষে সিরীয় যোদ্ধা মোতায়েনের তথ্য অস্বীকার করলো তুরস্ক। অবশ্য, যেকোন মূল্যে মিত্রের সহযোগিতায় দেশটি প্রস্তুত- আবারও এ হুশিয়ারি দিলেন তুর্কি প্রেসিডেন্ট। আঞ্চলিক অস্থিরতা নিরসনে বহুমুখী কূটনৈতিক তৎপরতা চলছে। জাতিসংঘ-রাশিয়া-যুক্তরাষ্ট্রের পর এবার আরব দেশগুলোও নেমেছে সমঝোতা আলোচনার দাবিতে।