বাংলাদেশে ডিভাইস ব্যবসা গুটিয়ে নিচ্ছে চীনা স্মার্টফোন জায়ান্ট হুয়াওয়ে । লোকবল স্থানান্তর ও কর্মী ছাঁটাই করছে গতবছর নভেম্বর থেকেই । বুধবার ওই বিভাগের ৮ জন কর্মীর মধ্যে সাতজন শেষ অফিস করেন।
ছাঁটাই হওয়া এই কর্মীরা বাংলাদেশে হুয়াওয়ের প্রধান কার্যালয়ে স্মার্টফোন এবং অন্যান্য ডিভাইস ব্যবসা পর্যবেক্ষণে সরাসরি জড়িত ছিলেন।
যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান ও নিষেধাজ্ঞার কারণে গত দুবছর ধরেই সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে স্মার্টফোন ও টেলিকম যন্ত্রপাতির অন্যতম শীর্ষ কোম্পানি হুয়াওয়ে।
সেপ্টেম্বরের ১৫ তারিখ থেকে প্রতিষ্ঠানটি আর মার্কিন উৎপাদকদের কাছ থেকে চিপ কিনতে পারছে না। এর ফলে উৎপাদন ও পরিচালনায় বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ার কথা স্বীকার করেছেন খোদ হুয়াওয়ের চেয়ারম্যান গুয়ো পিং।
এর আগে হুয়াওয়ে ভারতে তাদের ৭০০ কর্মীকে ছাটাই করেছে। যা ভারতে হুয়াওয়ের কর্মী সংখ্যার অর্ধেক ছিল।