জয়পুরহাটে শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা দায়েরের পর রাতেই অভিযুক্ত ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়।
ফারুক পৌর এলাকার হাজীপাড়া মহল্লার বাসিন্দা । পুলিশ জানায়, রবিবার দুপুরে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে ফারুক। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় সে। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির নানী বাদী হয়ে ফারুককে আসামি করে জয়পুরহাট সদর থানায় মামলা করেন।