বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। রোববার (০৪ অক্টোবর) তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।
নিজের বাসায় আইসোলেশনে রয়েছেন এই তারকা।
তরুণ এই অভিনেত্রী আক্রান্ত হওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন।
তানজিন তিশা জানান, হঠাৎ করে তার স্বাদ ও ঘ্রাণ শক্তি চলে যায়। এগুলো করোনার উপসর্গ হাওয়ায় তিনি নিজ উদ্যোগে কোভিড-১৯ পরীক্ষা করান। রোববার রাতে রিপোর্ট এলে তিনি আক্রান্ত হাওয়ার বিষয়টি জানতে পারেন।
এই তারকা সংবাদমাধ্যমকে বলেন, জ্বর ও খাবারের স্বাদ না পাওয়া ছাড়া আপাতত আর কোনো সমস্যা হচ্ছে না। হালকা কাশিও আছে। টেস্টের রেজাল্ট পাওয়ার পর থেকেই আইসোলেশনে আছি। বাসার মধ্যে আমি আমার রুমে একা আছি। মা বাইরে থেকে খাবার দিয়ে যায়।
রিপোর্ট পাওয়ার পর শুটিংসহ সকল কাজ বাতিল করেছেন বলেও জানান তিনি।