প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে কটুক্তির প্রতিবাদের রাজশাহীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে নাশকতার চেষ্টাকালে এক শিবির ক্যাডারকে আটক করে ছাত্রলীগের নেতারা। পরে তাকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়।
জানা যায়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৪টায় প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি আরডিএ মার্কেটের কাছে পৌঁছলে কোনো এক সময় শিবির ওই ক্যাডার ঢুকে পড়ে। এসময় মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ তাকে চিনতে পেরে ধরে ফেলে। এই সময় ছাত্রলীগের নেতৃবৃন্দরা তাকে উত্তম মাধ্যম দেয়। পরে তাকে পুলিশ হেফাজতে দেওয়া হলে পুলিশ তাকে নিয়ে যায়। তবে তাৎক্ষণিক তার নাম পরিচয় পাওয়া সম্ভয় হয়নি।
এ বিষয়ে বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, আমি সমাবেশের কার্যক্রম নিয়ে ব্যস্ত আছি বিষয়টি জানা নেই। পরে জেনে বলতে পারবো বলে জানান।