নাটোর প্রতিনিধি :নাটোরে জেলা বিএনপি’র উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ ও চারা বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের হাফরাস্তা এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে জেলা কৃষকদল এক অনুষ্ঠানের আয়োজন করে। জেলা কৃষকদলের আহবায়ক মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহবায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ,সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চুসহ জেলা বিএনপি ও কৃষকদলের নেতৃবৃন্দ। বক্তারা বলেন কৃষক ও কৃষি হচ্ছে বাংলাদেশের সম্পদ । কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই কৃষকদেরকে বাঁচাতে আমাদেরকে একজোট হয়ে কাজ করতে হবে। দল-মত নির্বিশেষে সবাইকে এ সংকটকালীন সময়ে কৃষকের পাশে দাঁড়ানোর আহবান জানান তারা। অনুষ্ঠানে এক সহ¯্রাধিক কৃষকের মাঝে বীজ ও চারা বিতরণ করা হয়।