নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে আওয়ামীলীগ নেতা জালাল উদ্দিন মন্ডলকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। আজ বুধবার দুপুরে উপজেলার যোগেন্দ্র নগর গ্রামের নিহতের বাড়ীর সামনে সড়কে এই কর্মসুচি পালন করা হয়। নিহত জালাল উদ্দিন উপজেলার ২নং বিয়াঘাট ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি ছিলেন। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের ছেলে মোহম্মদ বাবু, শিপলু মন্ডল, এলাকাবাসী ফারুক হোসেন ও জলি খাতুন। এ সময় বক্তারা বলেন, এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা এভাবে প্রকাশ্যে জালাল উদ্দিনকে কুপিয়ে হত্যা করার পরও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। তারা প্রকাশ্যে ঘুড়ে বেড়ানো খুনিদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবী জানান। উল্লেখ্য, গত ১৩ জুন সকালে জালাল উদ্দিন আদালতে যাওয়ার জন্য বাড়ী থেকে বের হলে পথে যোগিন্দ্র নগর বাজারের কাছে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। এ সময় প্রতিপক্ষরা জালাল উদ্দিনের ডান হাত কেটে নেয় এবং বাম হাত সহ পা কেটে জখম করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।