মিয়ানমারে নির্বাচনের পর রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্র আরো বেশি চাপ দেবে বলে জানিয়েছেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান। রাজধানীর একটি হোটেলে তার সাথে বৈঠক শেষে একথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
সফরের প্রথম দিন বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্র মন্ত্রী স্টিফেন বিগান।
এরপর সাংবাদিকদের সামনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন শাহরিয়ার আলম। বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোকে আরো কার্যকরি ভূমিকায় দেখতে চায় যুক্তরাষ্ট্র। জানান, মিয়ানমারে নির্বাচনের পর সংকট সমাধানে দেশটি আরো বেশি চাপ প্রয়োগ করবে বলে জানিয়েছেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশকে মুক্ত বাণিজ্যের প্রস্তাব দেয় বিগান। বলেন, করোনা পরবর্তী সময়ে বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রায় পাশে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র।
তবে, বৈঠকে ইন্দো-প্যাসিফিক নিয়ে আলোচনা হয়নি বলে জানান প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তবে বাংলাদেশ যে অর্থনীতির বলয়েই থাকুক, নিজের স্বার্থকে প্রাধান্য দেয়ার তাগিদ বিশ্লেষকদের।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দিনভর একাধিক বৈঠকের কথা রয়েছে স্টিফেন বিগানের।