বিচারক মইন উদ্দিন কাদির অ্যাপটি তৈরি করেছেন। গুগল প্লে স্টোর থেকে Supreme Court of Bangladesh Cause List নামের অ্যাপটি মোবাইল ফোনে ডাউনলোড করা যাবে।
এখন থেকে সুপ্রিমকোর্টে বিচারাধীন মামলার যে কোনো অবস্থা ঘরে বসেই জানতে পারবেন বিচারপ্রার্থীরা।
এ লক্ষ্যে সোমবার ‘সুপ্রিমকোর্ট অব বাংলাদেশ কজ লিস্ট’ নামে নতুন একটি অ্যাপ উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি বলেছেন, আধুনিক তথ্যপ্রযুক্তিনির্ভর বিচার বিভাগের অগ্রযাত্রায় এটি এক নতুন সংযোজন।
সুপ্রিমকোর্ট প্রশাসন আয়োজিত ‘সুপ্রিমকোর্ট অব বাংলাদেশ কজ লিস্ট’ অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধান বিচারপতি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘বিচারপ্রার্থী জনগণের বিচারে প্রবেশাধিকারসহ ন্যায়বিচার নিশ্চিত ও বিচার প্রক্রিয়ার সব স্তরে স্বচ্ছতা আনতে সুপ্রিমকোর্ট বদ্ধপরিকর। তথ্য প্রযুক্তির বিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হলে ডিজিটাল প্রযুক্তির দক্ষতা অর্জনের বিকল্প নেই।’
তিনি বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিচারপ্রার্থীর দোরগোড়ায় তথ্য ও সেবা পৌঁছে দেয়ার ক্ষেত্রে সুপ্রিমকোর্ট অনেক দূর এগিয়েছে। বর্তমানে আপিল বিভাগের দুটি বেঞ্চ, চেম্বার আদালত এবং হাইকোর্ট বিভাগের ১৯টি দ্বৈত বেঞ্চ এবং ১৪টি একক বেঞ্চ ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কাজ পরিচালনা করছে। কিশোরগঞ্জের নদী-হাওর অঞ্চল এবং বিদেশে অবস্থান করেও বিজ্ঞ আইনজীবীরা ভার্চুয়াল পদ্ধতিতে শুনানিতে অংশগ্রহণ করছেন।