নাটোর প্রতিনিধি: নাটোরে স্ত্রী আনোয়ারা বেগম শিল্পীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে স্বামী মঈনুল ইসলাম মনির পলাতক রয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার রাতে সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের নারায়ণপুর গ্রামে। নিহত আনোয়ারা একই এলাকার বাহার উদ্দিনের মেয়ে এবং মঈনুল ইসলাম একই ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত জাফরের ছেলে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে স্বামী মঈনুল ইসলাম মনির ও তার স্ত্রী আনোয়ারর মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার রাতেও তাদের মধ্যে কলহ বাধে। এক পর্যায়ে মঈনুর তার স্ত্রী আনোয়ারাকে বাড়ির সামনে কুপিয়ে যখম করে পালিয়ে যায়। এ সময় আনোয়ারার আর্ত চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে আনোয়ারাকে রক্তক্ত যখম অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে। পরে আহত আনোয়ারাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদরহাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর থেকে নিহতের স্বামী মনির পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।