ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে শুক্রবার ঢাকায় বিক্ষোভ মিছিল হয়েছে।
জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে থেকে বের হওয়া মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর মোড়ে গিয়ে শেষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্রান্সে মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে জুমার নামাজের পর কয়েক শ’ মুসল্লি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের গেট থেকে স্লোগান দেওয়া শুরু করেন। এ সময় বেশিরভাগ মুসল্লির হাতো ফ্রান্সের পণ্য বর্জন করাসহ নানা ধরনের বক্তব্য সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তর-পশ্চিমের একটি স্কুলের কাছে স্যামুয়েল প্যাতি নামে এক শিক্ষককে গলা কেটে হত্যা করা হয়। স্যামুয়েল প্যাতি ক্লাসে তার কয়েকজন ছাত্রকে মহানবী (সা.)-এর কার্টুন দেখিয়েছিলেন। এ ঘটনার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ কার্টুন প্রকাশের অধিকার রক্ষায় কট্টরবাদী ইসলামের বিরুদ্ধে সরকারি নিষেধাজ্ঞা জারি করলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো ক্ষুব্ধ