নাটোর প্রতিনিধি: নাটোরে ইট বোঝায় পাওয়ার ট্রলির ধাক্কায় মোটর সাইকেল চালক ছেলে মুকুল আলী মন্ডলের মৃত্যু হয়েছে। এ সময় মোটর সাইকেল আরোহী তার মা আহত হয়েছে। আহত অবস্থায় মাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
নিহত মুকুল আলী মন্ডল নাটোর সদর উপজেলার রুয়েরভাগ গ্রামের ওমেদ আলী মন্ডলের ছেলে। আজ সকালে সদর উপজেলার ডাকমারা গোরস্থান-চন্দ্রকলা আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। নাটোর ফায়ার সার্ভিস সদস্য ও এলাকাবাসী জানান, ওমেদ আলী মন্ডলের স্ত্রী নাটোরের প্রাণ এগ্রো লিঃ এর শ্রমিক। রাতের ডিউটি শেষ হলে সকালে মাকে মোটর সাইকেলে চড়িয়ে বাড়ীতে ফিরছিলেন মুকুল আলী মন্ডল। পথে ডাকমারা গোরস্থান-চন্দ্রকলা আঞ্চলিক সড়কে পিছন থেকে ইট বোঝায় একটি পাওয়ার ট্রলি মোটর সাইকেলে ধাক্কা দেয়। এ সময় দুজনই মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে যায়। এতে ছেলে মুকুল আলী ঘটনাস্থলেই মারা যায় এবং গুরুতর জখম হয় তার মা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘটনার পর পাওয়ার ট্রলির চালক ঠ্রলিটি ফেলে পালিয়ে যায়।