নাটোর প্রতিনিধি: নাটোরে অনুমোদনহীন উত্তরবঙ্গ হেলথ কেয়ার নামে বেসরকারি ক্লিনিক এর ভুয়া চিকিৎসক দম্পতির মিজানুর রহমান ও হুমাইয়ারা খানম প্রত্যেককে ৬ মাসের কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সেই সঙ্গে ক্লিনিকের মালিক শিল্পীকে এক লক্ষ টাকা জরিমানা ও ক্লিনিকটি সিলগালা করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার শহরের কানাইখালী এলাকায় অবস্থিত ওই ক্লিনিকটিতে এই জেল জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত এই অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন জানান, ভুয়া রেজিস্ট্রেশন এবং বিনা অনুমতিতে কোন রকম অনুমোদন ছাড়াই পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট দিয়ে আসছিল হেলথ কেয়ার সেন্টারটি। এছাড়া সেখানকার দুই ভূয়া চিকিৎসক মিজানুর রহমান ও হুমাইয়ারা আক্তার নিজেদের বিশেষজ্ঞ চিকিৎসক দাবী করে চিকিৎসা প্রদান করছিল।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মিজানুর রহমান ও হুমাইয়ারা আক্তার দম্পতিকে তাদের নামের পূর্বে ডাক্তার এবং বিশেষজ্ঞ শব্দটি ব্যবহার করায় তাদের প্রত্যেককে ৬ মাসের কারাদন্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। সেই সঙ্গে ক্লিনিকের মালিক শিল্পীকে এক লক্ষ টাকা জরিমানা ও ক্লিনিকটি সিলগালা করে দেওয়া হয়েছে। এ সময় সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ রাজেশ সাহা, এনএসআই সহকারী পরিচালক সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং এনএসআই এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।