জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়তে এসে আটক হয়েছেন বিশ্ববিদ্যালয়টির তিন ছাত্র। এরা সবাই জবি শাখা ছাত্রদলের কর্মী বলে জানা গেছে। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) যোহরের নামাজ পড়ে বের হলে মসজিদের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তাদেরকে আটক করেন।
আটককৃতরা হলেন- হিমেল ও তৌহিদ (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ) এবং তুহিন। এদের মধ্যে হিমেল জবি ছাত্রদলের আহবায়ক পদপ্রার্থী।
জানা যায়, সোমবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান একটি অনুষ্ঠানে ওয়াজ নিয়ে বক্তব্যে দিলে শিক্ষার্থীদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরই জেরে রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পরেন। তারা উপাচার্যের এ বক্তব্যের প্রতিবাদে আজ ক্যাম্পাসে মানববন্ধন আহবান করলেও দুপুরে তা বাতিল করা হয়।
এদিকে, এই ইস্যুকে কেন্দ্র করে আজ সকাল থেকে শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশে কড়াকড়ি আরোপ করে জবি প্রশাসন। ক্যাম্পাসের লাইব্রেরি ও মসজিদের সামনে শিক্ষার্থীদের দেহ তল্লাশি ও আইডি কার্ড চেক করেন বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি। এ সময় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ভীতির সঞ্চার হয় ও ক্যাম্পাসে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা জানান, কোন নোটিশ ছাড়াই ক্যাম্পাসে মসজিদে নামাজ পরতে বের হলেই প্রক্টরিয়াল টিম তাদের দেহ তল্লাসি করেন। ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা ও দেহ তল্লাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বেচ্ছাচারিতা বলে মনে করেন তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, আটক হওয়া শিক্ষার্থীদের মোবাইলে কিছু সংবেদনশীল তথ্য পেয়েছি৷ তাছাড়া তাদের বিরুদ্ধে ক্যাম্পাস অস্থিতিশীল করার অভিযোগ রয়েছে।
তাদেরকে পুলিশে দেওয়া হবে কিনা- জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে আমরা এখনো সিদ্ধান্ত নেয়নি।