নিজস্ব প্রতিবেদক
নাটোরে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। আজ নাটোর আধুনিক সদর হাসপাতালে এই কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, সিভিল সার্জন ডাঃ আজিজুল ইসলাম, পৌর মেয়র উমা চৌধুরী জলি। আজ শনিবার সকালে নাটোর সদর হাসপাতালে স্থানীয় সংসদ সদস্য এই কার্যক্রমের উদ্বোধন করেন। সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়, এবার নাটোরের দুই লাখ ৪৫ হাজার ৭০৩ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে। কর্মসূচীর আওতায় জেলার মোট এক হাজার ৩৮৮টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ২৬ হাজার ৭২১ জন শিশুকে একটিকরে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ১৮ হাজার ৯৮৮ জন শিশুকে লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে। কর্মসূচীর সফল বাস্তবায়নে জেলায় সাতটি মনিটরিং টিমের তত্ত্বাবধানে ১৯৬ জন স্বাস্থ্য সহকারী, ১৮৪ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, ৩০৫ জন পরিবার কল্যাণ সহকারী ছাড়াও দুই হাজার ১৫২ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। নির্ধারিত কেন্দ্র ছাড়াও ভ্রমনরত শিশুদের নাটোরের ভৌগলিক এলাকায় আগমন ঘটলে বাস টার্মিনাল ও রেল স্টেশনগুলোতে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।