অপহরণের শিকার হওয়ায় চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় মামলা করেছেন সাংবাদিক সরওয়ার। বুধবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে তিনি নিজে থানায় গিয়ে মামলাটি দায়ের করেন।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন এ তথ্য নিশ্চিত করেছেন। মামলায় অজ্ঞাতনামা ছয়জনকে আসামি করা হয়েছে বলে তিনি জানান।
মামলা দায়েরকালে তার সঙ্গে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামসহ সিইউজে নেতৃবৃন্দ থানায় উপস্থিত ছিলেন।
মোহাম্মদ মহসিন বলেন, অপহরণের ঘটনায় সাংবাদিক গোলাম সরওয়ার থানায় এসে মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, নিউজ করার কারণে তাকে অপহরণ করে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে। মামলায় তিনি অজ্ঞাতনামা ছয়জনকে আসামি করেছেন।
গোলাম সরওয়ার সাপ্তাহিক ‘আজকের সূর্যোদয়’ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে গত বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি। এরপর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন পত্রিকাটির সহকারী সম্পাদক জুবায়ের সিদ্দিকী।
নিখোঁজের চার দিন পর রবিবার (০২ নভেম্বর) রাত ৮টার দিকে সীতাকুণ্ডের কুমিরার হাজীপাড়া ব্রিজ ঘাট এলাকায় তাকে পাওয়া যায়। এরপর তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে আজ বুধবার দুপুরে তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। এরপর দুপুর ২টায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে গোলাম সরোয়ার সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি মোবাইলের কল লিস্ট সঠিকভাবে চেক করে ঘটনা তদন্তের দাবি জানান।
গোলাম সরওয়ার বলেন, আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। ঘটনার কয়েক দিন আগে একটা অপরিচিত নম্বর থেকে ফোন করে বলে, ‘ওয়া নিউজগান গরি ভালা ন গরো’। মোবাইলের কল লিস্ট সঠিকভাবে চেক করে ঘটনা তদন্তের দাবি জানাচ্ছি।