প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘একজন সংসদ সদস্য হিসেবে আপনার কাছে অনুরোধ রইলো, আপনি ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক বর্জন করুন’
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুলে ম্যাক্রোঁকে হত্যা করে হাসিমুখে ফাঁসির কাষ্ঠে যেতে চান বলে মন্তব্য করেছেন
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) লিয়াকত হোসেন খোকা।
সোমবার (২ নভেম্বর) রাতে সোনারগাঁ পৌরসভার আমিনপুর মাঠে হেফাজতে ইসলামী প্রয়াত আমীর শাহ আহমদ শফীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা এবং দোয়া মাহফিলের সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। এরপর ১২ মিনিট ৫৩ সেকেন্ডের বক্তব্যের ভিডিওটি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে।
তিনি বলেছেন, “আমি শুধু একটি কথাই বলতে চাই, আজকে আমার প্রিয় নবী সম্বন্ধে যারা কটূক্তি করবে, ব্যঙ্গ করবে। আমি কোনও সংসদ সদস্য না এখন, একজন মুসলমান হিসেবে আমি ওই কুকুরের বাচ্চা ফ্রান্সের প্রধানমন্ত্রীকে বলতে চাই, আজকে তুই যদি আমার সামনে থাকতি, আমি তোকে হত্যা করতাম। হত্যা করে হাসিমুখে ফাঁসির মঞ্চে যেতাম।”
এসময় প্রধামন্ত্রীর কাছে ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক বর্জনের আবেদন করে এমপি খোকা আরও বলেন, “আমি প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করে জানাই, আপনি একজন মুসলমান ঘরের সন্তান। আপনার পিতা একজন সাচ্চা মুসলমান ছিলেন। আপনার পিতা মুসলমানের জন্য অনেক কিছু করেছেন। আপনি নিজেও তাহাজ্জুত নামাজ না পরে ঘুমান না। একজন সংসদ সদস্য হিসেবে আপনার কাছে অনুরোধ রইলো আপনি ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক বর্জন করুন।”
তিনি আরও বলেন, “একজন সংসদ হিসাবে আমি আপনাকে বলতে চাই, আমার নবীর বাইরে আর কিছুই নাই, আমার নবীর বাইরে কোনও পরিচয় নাই। আমার নবীকে নিয়ে যে ব্যঙ্গ করবে তার সাথে কিসের সম্পর্ক?’ মাননীয় প্রধানমন্ত্রী আপনি ইসলামের পক্ষে কাজ করছেন। আগামী ৮ তারিখে সংসদে অধিবেশন ডাকা হয়েছে। আপনি এই সংসদে ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক বাতিল করার জন্য সংসদে প্রস্তাবনা আনুন। আমরা আপনার পক্ষে থাকব। আর যারা আমার নবীর বিরুদ্ধে অবমাননা করবে তাদের বিরুদ্ধে ফাঁসির আদেশ কার্যকর করার নতুন আইন সংসদে আনুন।”
কাদিয়ানিরা মুসলমান নয় মন্তব্য করে এমপি খোকা বলেন, ‘অনেক ইহুদি কোরআন নিয়ে বিশ্লেষণ করেন। ইসলামের উপর, মহানবীর উপর কিছু নাই। এটা তারা বিশ্লেষনে পেয়েছে। এসব জানার পর থেকে বিভিন্নভাবে মুসলমানদের বিভক্ত করার চেষ্টা করছে ইহুদীরা। যার ফলে কাদিয়ানিদের জন্ম। কাদিয়ানিদের হেড অফিস লন্ডনে। যাদের মসজিদে ডিশের লাইন আছে তারা মুসলমান হতে পারে না তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো। প্রয়োজনে সংসদে আইন আনবো।
তিনি আরো বলেন, আমি আমার অবস্থান থেকে সর্বদা কাদিয়ানীদের বিরোধিতা করে যাবো এবং আল্লামা শাহ্ আহমদ শফী রহ. এর নির্দেশে সোনারগাঁয়ের গৌরবান্বিত ইতিহাস প্রজ্জলিত রাখার জন্য মহান আল্লাহ ইচ্ছায় সোনারগাঁয়ে শরফুদ্দিন আবু তাওয়ামাহ্ রহ. এডুকেশন ফাউন্ডেশনের আওতায় ইসলামিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবো।
একজন সংসদ সদস্যের এমন মন্তব্যে অনেকেই মিশ্রপ্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
মো. মনিরুজ্জামান খন্দকার নামে এক ব্যক্তি মন্তব্য করেছেন , “একজন এমপি এইগুলো কি বলে ??!!!! মাথা ঠিক আছে তো?? শাহাবুদ্দীন মাহমুদ নামে আরেকজন লিখেছেন, সরকার জঙ্গি খুঁজে পায় না, অথচ সরকারের এই সাংসদ সবচেয়ে বড় জঙ্গি, কী নির্লজ্জ, এ কোন দেশে বসবাস করতেছি আমরা। অনেকেই আবার তার এমন মন্তব্যকে সাধুবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের নির্বাচিত সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৪ সালের ৫ই জানুয়ারী জাতীয় পার্টি থেকে তিনি প্রথম বার জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। ২০১৮ সালে জাতীয় পার্টি থেকে ২য় বারের মতো তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। দশম জাতীয় সংসদে তিনি বিদ্যুৎ, জ¦ালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং একাদশতম জাতীয় সংসদে তিনি বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, অতিরিক্ত মহাসচিব (ঢাকা বিভাগ) এবং জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রসঙ্গত, ফ্রান্সের একটি সাময়িকীতে হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশকে কেন্দ্র করে বাংলাদেশসহ বিভিন্ন মুসলিম দেশগুলোতে বিক্ষোভ মিছিল ও ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বার করা হচ্ছে। এর আগে সোমবার হেফাজতে ইসলামসহ বিভিন্ন ইসলামিসংগঠনগুলো গুলশানে ফ্রান্সের দূতাবাস ঘেরাওয়ের চেষ্টা করে।