নিজস্ব প্রতিবেদক:
বিদেশী না, উন্মুক্ত না, রপ্তানি না’ এই শ্লোগান নিয়ে নাটোরে সুন্দরবনের ভিতর কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার বেলা ১১ টার দিকে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি নাটোর জেলা শাখার আয়োজনে নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে নাটোরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহন করে। ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার সদস্য সুখময় রায় বিপ্লু, বাসদ নেতা দেবাশীষ রায়, সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নান্টু সহ অন্যান্যেরা। এসময় বক্তারা বলেন, সুন্দরবন বাংলাদেশকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। অথচ এই বৃহৎ ম্যানগ্রোভ বন ধ্বংস করে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। ওই বিদ্যুৎ কেন্দ্রে হাজার হাজার টন কয়লা পুড়ে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করবে। কিন্তু কার স্বার্থে সরকার এই বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিয়েছে তা জনগন জানতে চায়। অবিলম্বে বিদ্যুৎকেন্দ্রটি বাতিল করে সুন্দরবন বাঁচানোর জন্য বক্তারা জোর দাবী জানান।