নিজস্ব প্রতিবেদক:
নাটোরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেছেন, নাটোরে একটি ঐতিহাসিক ও ঐতিহ্যপুন্য জেলা শহর। এই নাটোর রাজ রাজন্যের নাটোর। সেই নাটোরেই রয়েছে প্রধান মন্ত্রীর দ্বিত্বীয় বাসভবন। যা উত্তরা গণভবন নামে পরিচিত। নাটোরেই কবি জীবনানন্দ দাসের বনলতা সেনের নামের জন্ম হয়েছে। রয়েছে অধ্যবঙ্গেশ্বরী রানী ভবানীর রাজ বাড়ী। এই নাটোরেই তৈরী হয়েছে বিখ্যাত কাচাগোল্লার মত সুস্বাদু মিষ্টি। কত না কত ভাবেই এই নাটোরে সুনাম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা দুনিয়াতে। দেশের অধিকাংশ মানুষ যখন অশিক্ষিত ছিল তখন দেশের মানুষ কত ভাল কিছিু তৈরী করে রেখে গেছে। যা আজ ঐতিহ্য হয়ে আছে। বর্তমানে এই আওয়ামীলীগ সরকারের আমলে দেশ যখন শতভাগ শিক্ষিত হয়ে সমাজে স্থান করে নিয়েছে। তখন কেন নাটোরের সেই সুনাম আজ দুর্নামে পরিনত হবে। তিনি কিছু কিছু ক্ষেত্রে নাটোরে দুর্নাম শুনেছেন। তিনি শুনছেন পুলিশের চাকুরী পেতে হলে বড় অংকের টাকা ঘুষ দিতে হয়। এছাড়াও এই চাকুরীর নিয়োগ প্রক্রিয়াকে কাজে লাগিয়ে এক শ্রেনীর প্রতারক চক্র মাঠে নামে মানুষের সাথে প্রতারনা করতে। বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে চাকুরী প্রার্থীদের কাছ থেকে বড় অংকের টাকা হাতিয়ে নেয়। পরীক্ষা স্থলে প্রতারকরা অনেক পরীক্ষার্থীর কাগজ পত্রে ছবি পরিবর্তন করে অন্যজনকে দিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থাও করেছেন বলে তিনি শুনেছেন। তিনি এই সকল প্রতরনার হাত থেকে নাটোরের মানুষকে মুক্ত করতে চান। তিনি চান এবারের পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় অতিতের সকল রেকর্ড ভেঙ্গে পুলিশ সদস্য নিয়োগ করবেন। সেজন্য নাটোরে এবারই প্রথম পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় ফিঙ্গার প্রিন্ট প্রযুক্তির ব্যবহার করেছেন নাটোরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন। তিনি মনে এরফলে আর কোন ভাবেই প্রতারকরা কোন ভাবেই নিয়োগের ক্ষেত্রে প্রতারনা করতে পারবেন না। এবারের নিয়োগ পরীক্ষায় শুধুমাত্র যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। এছাড়াও প্রত্যেক প্রার্থী ফিঙ্গার প্রিন্ট সংরক্ষণ করে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এবার নাটোরে শুধুমাত্র সরকারী কোষাগারে একশ শত টাকা (ব্যাংক ড্রাফটের) মাধ্যমে জমা দিয়েই নাটোরের ছেলে মেয়েরা কনস্টেবল পদে নিয়োগ পাবে। এতে কোন হয়রনীর হতে হবে না প্রার্থীর। এরপরও যদি কেই কোন ভাবে দালালের হাত ধরে চাকুরীর আশায় অর্থ লেনদেন করেন তা প্রমান হলে সেই প্রার্থীকে অযোগ্য বলে বিবেচিত করা হবে। কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে দালাল, প্রতারক কিংবা কোন রকম অর্থ সংক্রান্ত লেনদেনের তথ্যের জন্য দুটি হট লাইন চালু করেছে জেলা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আকরামুল ইসলাম, মোবাইলঃ ০১৭১৩-৩৭৩৮৫২ এবং নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, মোবাইলঃ ০১৭১৩-৩৭৩৮৫৪ এ নিয়োগ সংক্রান্ত যে কোন তথ্য জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। তথ্যদাতার নাম গোপন রাখা হবে বলে জানিয়েছে জেলা পুলিশ। নাটোরের পুলিশ সুপারের কার্যালয় সুত্রে জানা যায়,এবারের পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় পুরুষ পদে ২৩ জন, নারী পুলিশ সদস্য পদে ৪ জন, বিশেষ কোটায় অপূরণকৃত পদে পুরুষ ২৪ জন, নারী পুলিশ সদস্য পদে ১৮ জন সহ সর্বমোট ৬৯ জন পুলিশ সদস্য নিয়োগ করা হবে। আজ ২২জুন নাটোর পুলিশ লাইন্স মাঠ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জেলার এই নিয়োগ পরীক্ষা শুরু হয়েছে।