প্রশ্নফাঁস ঠেকাতে ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় থাকছে না ‘ঘ’ ও ‘চ’ ইউনিট। তবে নেয়া হবে অন্য তিন ইউনিটের পরীক্ষা। রোববার (৮ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ডিন কমিটির সভায়, এ সুপারিশ করা হয়। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে একাডেমিক কাউন্সিলের সভায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের আগ্রহের একটি বড় জায়গা বিভাগ পরিবর্তন। প্রতি বছর দেড় হাজারেরও বেশি শিক্ষার্থী ‘ঘ’ ইউনিটের মাধ্যমে বিভাগ পরিবর্তনের সুযোগ পেয়ে আসছেন। আর এতে অংশ নেন এক লাখেরও বেশি শিক্ষার্থী। এবার এই ‘ঘ’ ইউনিটের পরীক্ষা বাতিল করতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যার সুপারিশ করেছে ডিনস কমিটি। সাথে ‘চ’ ইউনিটের পরীক্ষাও বাতিলের পক্ষে তারা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, কোচিং নির্ভরতা কমাতে এবং মৌলিক বিষয়গুলোকে গুরুত্ব দিতেই এই সিদ্ধান্ত।
এই সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করছেন শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা। প্রশ্ন তুলেছেন ডিনস কমিটির এখতিয়ার নিয়েও।