নাটোর প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী নাটোরে পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে জেলা যুবলীগের আয়োজনে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন শেষ বঙ্গবন্ধু এবং যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনিরের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। পরে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন ও মুনাজাত করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি উমা চৌধুরী জলি,যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ মত্তুজা আলী বাবলু,জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী ওরফে এহিয়া চৌধুরী,সাধারন সম্পাদক রুহুল আমীন বিপ্লব সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা।