নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় মহিষমারী বেইলী ব্রীজ এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার মহিষমারি বেইলী ব্রীজ সংলগ্ন মহিষমারী রেলব্রীজের দক্ষিন পাশে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছে। এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত দেহটি উদ্ধার করে। পুলিশ আরো জানান নিহতের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তার এক হাত-পা ও মাথা পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে ঢাকা মেইল নীলসাগর ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। বিষয়টি সান্তাহার জিআরপি থানা পুলিশকে জানানো হয়েছে।