ফরিদপুর-৪ আসনের আলোচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন। তাকে সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য করা হয়েছে। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার অনুমতি নিয়ে তালিকাটি প্রকাশ করা হয়।
শনিবার যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে নিক্সন চৌধুরীকে ৯ নম্বর প্রেসিডিয়াম সদস্য করা হয়। তিনি আওয়ামী লীগের মনোনয়ন না পেয়েও গত দুটি সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী কাজী জাফর উল্লাহকে হারিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হন।
এর আগে পূর্ণাঙ্গ কমিটি নিয়ে দলের কেন্দ্রীয় নেতারা বিভিন্ন সময়ে জানান, কমিটিতে এবার নতুন মুখের পাশাপাশি বিতর্কমুক্তরা স্থান পাবেন। এর আগে গত বছরের ২৩ নভেম্বর জমকালো কংগ্রেসের মধ্যে দিয়ে গঠিত হয় বহুল আলোচিত আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি।
যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ছেলে শেখ ফজলে শামস পরশ সংগঠনের চেয়ারম্যান হন। আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাইনুল হোসেন খান নিখিল।