নাটোর প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গায় কৃষকের কাছে বেশি দামে রাসায়নিক সার বিক্রির অপরাধে সার ব্যবসায়ী নাছির উদ্দিন হক ও আকতার হোসেনের ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার উপজেলার নলডাঙ্গা বাজারে অভিযান চালিয়ে মের্সাস ভাই ভাই ষ্টোর ও মের্সাস মন্ডল এন্ড কোং ব্যবসায়ী এ দুই প্রতিষ্ঠানে প্রত্যেকের ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিট্রেষ্ট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন,নলডাঙ্গা বাজারে রাসায়নিক সার ব্যবাসায়ীরা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে টিএসপি, পটাশ সার কৃষকের কাছে বিক্রি করছিল। প্রতি বস্তা সার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত ২০০-৩০০ টাকা নেওয়া হত। স্থানীয় কৃষকদের এমন অভিযোগ পেয়ে নলডাঙ্গা বাজারের সার ডিলার মের্সাস ভাই ভাই ষ্টোর ও মের্সাস মন্ডল এন্ড কোং ব্যবসায়ী এই দুই প্রতিষ্ঠানে প্রত্যেকের ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে দাম স্বাভাবিক হওয়ায় কৃষকের মধ্যে স্বস্তি ফিরে আসে।