বেসরকারি হাসপাতাল, ক্লিনিকসহ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর চিকিৎসামূল্য নির্ধারণ করে দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, সেবা পেতে মানুষের যাতে কষ্ট না হয় সে জন্যই ফি নির্ধারণ করবে সরকার।
আজ বুধবার সচিবালয়ে বেসরকারি হাসপাতাল মালিকদের প্রতিনিধির সঙ্গে এক বৈঠকে এই কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি জানান, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ইচ্ছামত ফি আদায় বন্ধে পদক্ষেপ নিচ্ছে সরকার। সেবামূল্য বেঁধে দেশের প্রতিটি হাসপাতালে চার্ট টানিয়ে দেয়া হবে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে একটি কমিটি গঠন করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যোগ্যতা ও পদমর্যাদা অনুযায়ী জেনারেল প্র্যাকটিশনার থেকে বিশেষজ্ঞ চিকিৎসক লেভেল পর্যন্ত সরকার কর্তৃক সর্ব মহলে গ্রহণযোগ্য রোগী দেখার ভিজিটের হার নির্ধারণ করে দেয়া হবে।
মন্ত্রী আরো বলেন, হাসপাতালে সেবার মান বাড়াতে হবে। এছাড়া চিকিৎসা সরঞ্জামের মান নির্ধারণ করে দেয়া হবে।
করোনাভাইরাসের দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে সংক্রমন মৃত্যু দুটিই বেড়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক পড়ুন।