নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরের একটি ধর্ষণ মামলায় গ্রেফতারকৃত আসামী ধর্ষক মানিক হোসেন ও ধর্ষিতা সম্পা খাতুনের আদালত চত্তরে বিয়ে সম্পূন্ন হয়েছে। আর বিয়ের পর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমান সরদার ধর্ষক মানিক হোসেনের জামিন মঞ্জুর করেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালত চত্তরে এই বিয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় আদালত পাড়ায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম ও দুই পরিবারের সদস্যরা জানান, গত ১৮ অক্টোবর রাতে নাটোরের গুরুদাসপুর উপজেলার রওশনপুর উত্তরপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে মানিক হোসেন একই এলাকার সম্পা খাতুন নামের এক নারীর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে বাড়ী অন্যরা এগিয়ে এলে ধর্ষক মানিক হোসেন পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন ১৯ অক্টোবর ধর্ষিতা নারী বাদী হয়ে মানিক হোসেনকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ওই দিনই পুলিশ ধর্ষক মানিক হোসেনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এ ঘটনায় মানিক হোসেন ও সম্পা খাতুনের পরিবারের সদস্যরা একত্রিত হয়ে তাদের উভয়ের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরে আজ বৃহস্পতিবার দুপুরে তাদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে আদালতে জামিন আবেদন করেন আসামী পক্ষের আইনজীবি। পরে ধর্ষিতার সাথে ধর্ষকের বিয়ে সম্পন্ন হওয়ার পর ধর্ষক মানিক হোসেনের জামিন মঞ্জুর করেন নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমান সরদার। বিয়ে হওয়ায় দুই পরিবারের সদস্য সহ ছেলে ও মেয়ে উভয়ের খুশি হয়েছে।