ইতালি, যুক্তরাজ্য, মেক্সিকো রাশিয়ায় করোনায় দৈনিক মৃত্যুর হার বাড়ছে। বিশ্বে একদিনে করোনায় আরো ১০ হাজার ৮শ প্রাণহানি হয়েছে। নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে ৫ লাখ ৩০ হাজারের দেহে। এ নিয়ে বিশ্বের ২১৮ দেশ ও অঞ্চলে করোনায় মোট মৃত ১৪ লাখ ৩৬ হাজারের বেশি, মোট আক্রান্ত ৬ কোটি ১৩ লাখ ৮ হাজার ১৬১ জন।
যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার ১৩শ প্রাণহানি এবং ১ লাখ নতুন রোগী মিলেছে। ইতালিতে হুহু করে বাড়ছে দ্বিতীয় দফার বিস্তার। একদিনে ৮২২ জনের মৃত্যু ও আরও ২৯ হাজার রোগী পাওয়া গেছে দেশটিতে। গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় ৫২৪ জন মৃত্যু হয়েছে, নতুন করে শনাক্ত হয়েছে ২৫ হাজারের বেশি রোগী। সার্বিয়ায় ক্রমশ সংক্রমন বাড়ায় শীঘ্রই হাসপাতাল সংকট দেখা দিবে বলে শঙ্কা জানিয়েছে দেশ্তির প্রেসিডেন্ট।
করোনা আক্রান্ত হয়েছেন সুইডেনের প্রিন্স কার্ল ফিলিপ ও তার স্ত্রী প্রিন্সেস সোফিয়া। ব্রাজিলে কিছুদিন কম থাকলেও ফের বেরেছে বিস্তার। দেশটিতে একদিনে ৭শ প্রাণহানি হয়েছে। এবং ৩৮ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছে।
ক্রোয়েশিয়ায় বিস্তার ঠেকাতে ২১শে ডিসেম্বর পর্যন্ত বার ও রেস্তরা বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। এছাড়াও যুক্তরাজ্যে ১৮ হাজার রোগী শনাক্ত হয়েছে। বড়দিনকে সামনে রেখে লকডাউন তুলে নিলে থাকছে নানাবিধ নিষেধাজ্ঞা।
এদিকে পাকিস্তানে শীত বাড়ার সাথে সাথে ফের বেড়েছে করনার সংক্রমন। বিস্তার রুখতে স্কুল -কলেজ বন্ধ ঘোষণার পাশাপাশি শপিং মল গুলোতে কড়াকড়ি আরোপ করা হয়েছে ।