নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের সোনার মোড় হতে এক বিকাশ কর্মীকে মারপিট করে ২ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় হাজির মোড় নামক স্থানে ছিনতাইকারীদের মোটর সাইকেলের সাথে একটি অটো ভ্যানের ধাক্কায় জয়গন বেগম (৬৫) নামে এক মহিলার দুটি পা ভেঙে যায়, পরে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে তাঁর মৃত্যু ঘটে। নিহত জয়গন মহিষমারী গ্রামের মৃত ওয়ারেসের স্ত্রী। এদিকে ছিনতাইকারী মহিষমারী গ্রামের আব্দুর রশিদের ছেলে রানা হোসেন (২৫) কে আটক করেছে পুলিশ। জানা যায়, রবিবার দুপুর দুইটার দিকে ছোট কালিকাপুর গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে মুকুল হোসেন ও তাঁর সহযোগীর নেতৃত্বে এক বিকাশ কর্মীর ২ লাখ টাকা, ২টি মোবাইল-ফোন নিয়ে পালিয়ে যায়। এ সময় ছিনতাইকারীদের মোটর সাইকেলের সাথে অটোভ্যানের ধাক্কা লেগে পথচারী জয়গন নামে এক মহিলা গুরুত্বর আহত হয়। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা এগিয়ে আসলে মুকুল ও তাঁর সহযোগী পালিয়ে যেতে সক্ষম হলেও রানাকে আটক করে স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রানাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর-এ-আলম সিদ্দিকী জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ঘটনায় জড়িত রানাকে গ্রেফতার করা হয়েছে।