নিজস্ব প্রতিবেদক:
অসুস্থ্য হয়ে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রাজ্জাক (৫৭) নামে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।গতরাতে নাটোর সদর হাসপাতালে তার মৃত্যু হয়। আব্দুর রাজ্জাক জেলার সিংড়া উপজেলার পূর্ব ভেংড়ী গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে।
নাটোর জেলা কারাগারের সুপার আব্দুল বারেক জানান, গত১৮ সেপ্টেম্বর ২০১৮তারিখে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে আদালতের মাধ্যমে কারাগারে নিয়ে আসা হয় আব্দুর রাজ্জাককে। গতকাল সোমবার সন্ধ্যায় সে শ্বাস কষ্টও বুকে ব্যাথায় অসুস্থ হয়ে পড়লে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে আব্দুর রাজ্জাক মারা যায়। পরে ময়না তদন্তের জন্যমরদেহটি নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।ময়না তদন্ত শেষে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে প্রেরণকরা হবে।