নাটোর প্রতিনিধি: নাটোরে কালেক্টরেট কর্মচারী সমিতির লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি এবং পোস্টারসহ অবস্থান কর্মসুচি পালন করেছে ।
কালেক্টরেট ভবনে সোমবার তাদের বেঁধে দেওয়া সময়ের শেষ দিনে সকাল থেকে নিজ নিজ কার্যালয়ে কাজ বন্ধ রেখে তারা এই কর্মসুচিতে অংশ নেন। পদোন্নতি এবং বেতন কোড পরিবর্তনের দাবিতে জেলা প্রশাসনের কর্মচারী, সহকারী কমিশনার( ভূমি) এর কার্যালয়ের কর্মচারীরা এই কর্মবিরতি পালন করছেন। কর্মসুচি চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ কালেক্টরেট কর্মচারী সমিতি জেলা শাখার সভাপতি মোঃ সেলিম, সদস্য হামিদা বানুসহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন তাদের বেঁধে দেওয়া সময়ে তাদের তাবী মানা হয়নি। তাই আগামী ৫ ডিসেম্বরর তারা ঢাকা প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে ১০ টায় স্ব স্ব জেলার ব্যানারসহ মানববšধন, সমাবেশস্থলে উপস্থিত থাকবেন। উল্লেখ্য গত ১৫ নভেম্বর হতে শুরু হয়ে এই কর্মসুচি (সাপ্তাহিক ছুটির দিন বাদে) ৩০ নভেম্বর পর্যন্ত নিজ নিজ কর্মস্থলে চলার ঘোষণা দেওয়া হয়েছিল।
এ সময়ে তাদের দাবী মানা না হলে আগামী ৫ ডিসেম্বর ঢাকা প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে ১০ টায় স্ব স্ব জেলার ব্যানারসহ মানববšধন, সমাবেশ ও পরবর্তী কর্মসুচি ঘোষণা করা হবে বলে অবস্থানকারীরা জানিয়েছিল। এর আগে চলতি বছরের শুরু থেকেই তারা প্রথমে এক ঘণ্টা কর্মবিরতি, অর্ধদিবস কর্মবিরতি এবং শেষে পূর্ণদিবস কর্মবিরতি কর্মসুচি পালন করেন তারা। সে সময়ে কর্মবিরতিকালে বক্তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান থাকবে। প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। বেতন বৈষম্য নিরসনের দাবিতে নাটোরে বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের অনির্দিষ্টকালের কর্ম বিরতী নাটোর প্রতিনিধি বেতন বৈষম্য নিরসনের দাবিতে অনির্দিষ্টকালের কর্ম বিরতী পালন করছে বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন।
সোমবার সকাল থেকে বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন জেলা শাখা, স্বাস্থ্য বিভাগীয় মাঠকর্মী ও হেল্থ ইনস্পেক্টর সেকটোরাল এ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে নাটোর সদর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এই কর্মসুচি পালন করছে। এসময় সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। তাদের নিয়োগবিধি সংশোধন করে স্বাস্থ্য সহকারীদের ১৩ তম গ্রেড প্রদান করার দাবী জানান বক্তারা। দাবী না মানা পর্যন্ত তাদের এই কর্মসুচি চলবে বলেও জানান তারা। একই দাবীতে জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও কর্মবিরতি পালন করা হচ্ছে। উল্লেখ্য গত ২৬ নভেম্বর বৃহস্পতিবার থেকে বেতন বৈষম্য নিরসনের দাবিতে অনির্দিষ্টকালের কর্ম বিরতী পালন শুরু করেন তারা।