উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং তার পরিবারকে পরীক্ষামূলক করোনা ভ্যাকসিন দিয়েছে চীন। জাপানি দুই গোয়েন্দার উদ্ধৃতি দিয়ে এমন তথ্য জানিয়েছেন মার্কিন এক বিশ্লেষক।
কিম জং উনসহ উত্তর কোরিয়ার কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে এই টিকা দেয়া হয়েছে বলে জানিয়েছেন সেন্টার ফর দ্য ন্যাশনাল ইন্টারেস্টের উত্তর কোরিয়া বিষয়ক বিশেষজ্ঞ হ্যাড়ি কাজিয়ানিস।
তবে চীনের কোন কোম্পানি কিমকে টিকা সরবরাহ করেছে এবং এটি নিরাপদ ছিল কিনা তা স্পষ্ট নয় বলে জানান তিনি। দুই বা তিন সপ্তাহে এই টিকা দেয়া হয়েছে বলে জানান কাজিয়ানিস।
১৯ফোর্টিফাইভ নামের একটি অনলাইন সংবাদমাধ্যমে কাজিয়ানিস লিখেছেন, কিম জং উন এবং তার পরিবারের সদস্যসহ দেশটির উচ্চ পর্যায়ের বহু কর্মকর্তা গত কয়েক সপ্তাহের মধ্যেই করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেছেন। চীনা সরকারের সরবরাহকৃত এই ভ্যাকসিনের জন্য ধন্যবাদ জানিয়েছে উত্তর কোরিয়া।
মার্কিন বিজ্ঞানী পিটার জে হোতেজের বরাত দিয়ে তিনি বলেন, চীনে কমপক্ষে তিনটি কোম্পানি করোনার ভ্যাকসিন নিয়ে কাজ করছে। এগুলো হচ্ছে- সিনোভ্যাক বায়োটেক লিমিটেড, ক্যানসিনোবায়ো এবং সিনোফ্রাম গ্রুপ।
চীনের ৩টি কোম্পানি করোনা ভ্যাকসিন তৈরির কাজ করছে। উত্তর কোরিয়ায় এখনো কোনো করোনাভাইরাস সংক্রমণের খবর নিশ্চিত করা হয়নি।
তবে দেশটিতে করোনার প্রাদুর্ভাবের বিষয়টি উড়িয়ে দেয়া যায় না বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস। কারণ গত জানুয়ারির শেষদিকে সীমান্ত বন্ধ করার আগে চীনের সাথে বাণিজ্য এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ছিল।